কুমিল্লার চান্দিনায় মো. আশিকুর রহমান (১৯) হত্যাকারীদের শাস্তির দাবিতে তার মরদেহ নিয়ে মানববন্ধন করে এলাকাবাসী। রবিবার বিকালে পৌর এলাকর ১নং ওয়ার্ডের মহারং জামে মসজিদের সামনের সড়কে ওই মানববন্ধন করে তারা। মানববন্ধনে আশিকুর রহমানের হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা।
এসময় উপস্থিত ছিলেন নিহত আশিকের মা আয়েশা বেগম, এলাকার বাসিন্দা মো. শাহজাহান, মো. মিজানুর রহমান, তাজুল ইসলাম, কুলসুম আক্তার, মো. হানিফুর রহমান, তানভীর আহমেদ, মো. জাহাঙ্গীর আলম, আবু ইউসুফ, নুরুল ইসলাম, মো. জালাল প্রমুখ।
এসময় নিহতের মা আয়েশা বেগম বলেন- ‘আমার ছেলেকে নির্মম ভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। আমি তাদের বিচার চাই।’
উল্লেখ্য, চান্দিনা পশ্চিম বাজার সংলগ্ন দেবিদ্বারের বাগুর সীমান্ত এলাকায় চোর সন্দেহে আশিকুর রহমানকে গণপিটুনি দেয় স্থানীয়রা। বৃহস্পতিবার ভোরে গণপিটুনির পর শনিবার (১৪ জানুয়ারি) তার মৃত্যু হয়।
বিডি প্রতিদিন/এএম