১৬ জানুয়ারি, ২০২৩ ২২:৪৫

নাফ নদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি:

নাফ নদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফের সাবরাং সংলগ্ন নাফ নদীতে কোস্ট গার্ড সদস্যরা অভিযান চালিয়ে ২ লক্ষ ১০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আব্দুর রহমান (বিএন) গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সোমবার ভোররাতে কোস্টগার্ড দক্ষিণ-পূর্ব জোনের বিসিজি ষ্টেশান টেকনাফ এর আভিযানিক দল সাবরাং সংলগ্ন নাফনদীতে টহল দেওয়ার সময় মিয়ানমার সীমান্ত থেকে একটি সন্দেহজনক ডিঙ্গি নৌকা বাংলাদেশ সীমান্তে আসতে দেখে। কোস্টগার্ড সদস্যরা নৌকাটি থামার জন্য সংকেত দেয়। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা নৌকা থেকে ২টি হলুদ রংয়ের প্লাস্টিকের বস্তা পানিতে ফেলে নৌকাটি মিয়ানমারের সীমানায় পালিয়ে যায়। পরে কোস্টগার্ড সদস্যরা পানি থেকে বস্তা ২টি উদ্ধার করে তল্লাশি চালিয়ে ২ লক্ষ ১০ হাজার পিস ইয়াবা জব্দ করতে সক্ষম হয়।

তিনি আরো জানান, জব্দকৃত ইয়াবা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

বিডি প্রতিদিন/এএম

সর্বশেষ খবর