বাগেরহাটের মোল্লাহাট উপজেলার ভান্ডারখোলা গ্রামে বুধবার দিনভর উন্নত জাতের বাছুর প্রদর্শনী মেলা ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাকের কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের সিমেন ব্যবহার করে উৎপাদিত উন্নত জাতের এই বাছুর প্রদর্শনী প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান বিজয়ীদের পুরস্কারসহ ২৫ জন খামারিকে পুরস্কৃত করা হয়। মোল্লাহাট উপজেলার ১২০টি উন্নত জাতের বাছুর এ প্রতিযোগিতায় অংশ নেয়।
উন্নত জাতের বাছুর প্রদর্শনী মেলা ও প্রতিযোগিতা অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাগেরহাট কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপ-পরিচালক ডা. জয়দেব কুমার সিংহ।
ব্র্যাকের বাগেরহাট জেলা সমন্বয়ক মো. ইদ্রিস আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রফেসর ড. মো. ফখরুজ্জামান, ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মিয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বিনয় কৃঞ্চ মন্ডল, ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের রিজিওনাল সেলস ম্যানেজার মো. আশরাফুল ইসলাম, ভেটেরিনারি সার্জন ডা. আবু হানিফা, মো. আইয়ুব আলী ও এরিয়া সেলস ম্যানেজার মো. নুর আলম বক্তব্য রাখেন।
বিডি প্রতিদিন/এমআই