শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে দুটি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
শনিবার দুপুরে প্রতিমন্ত্রী নামফলক উন্মোচন ও ফিতা কেটে এই দুটি শিক্ষা প্রতিষ্ঠানের ভবনের কাজের উদ্বোধন করেন।
এ সময় মেহেরপুরে পুলিশ সুপার মো. রাফিউল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আজমল হোসেন, সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল বাকী, আমঝুপি ইউনিয়নের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বোরহান উদ্দিন আহমেদ চুন্নু সেখানে উপস্থিত ছিলেন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতায় ৩ কোটি ৫৪ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত মেহেরপুর সদর উপজেলার চাঁদবিলে সিএমসি মাধ্যমিক বিদ্যালয়ের ৪ তলা একাডেমিক ভবনের এবং ১ কোটি টাকা ব্যয়ে নির্মিত মেহেরপুর সদর উপজেলার আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ২য় ও ৩য় তলার ঊর্ধ্বমুখী সম্প্রসারণ হবে।
বিডি প্রতিদিন/হিমেল