শ্রীনগরে ৪টি দোকানে অগ্নিকাণ্ডে প্রায় ৩৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। শনিবার বিকাল পৌনে ৫টার দিকে শ্রীনগর থানা সংলগ্ন দেউলভোগ বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে আসরের নামাজের পর দেউলভোগ বাজারের ব্যবসায়ী শাহজাহান মিয়ার পাইকারী মুদির দোকান ও মিরাজের মুদির দোকানসহ মমিনুদ্দিনের অটোরিক্সার গ্যারেজ আগুনে পুরোপুরি পুড়ে যায়। এসময় জনির ফ্রিজের গোডাউনের আংশিক পুড়ে যায়। খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মিরা দ্রুত ঘটনা স্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনে। দোকান মালিকরা দাবী করেন, অগ্নিকান্ডে তাদের প্রায় ৩৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
শ্রীনগর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ পরিদর্শক মাহফুজ বিরেন জানান, আগুনের উৎপত্তি ও ক্ষয়ক্ষতি নির্ধারণে ফায়ার সার্ভিস কাজ করছে।