আগামী ২০ মার্চ কোটালীপাড়া পৌরসভা নির্বাচন। এ নির্বাচনের তফসিল অনুযায়ী আজ রবিবার ছিল মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন।
এ দিনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত মতিয়ার রহমান হাজরা একক প্রার্থী হিসেবে তার মনোনয়নপত্র জমা দেন।
এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, সহ-সভাপতি মুজিবুর রহমান হাওলাদার, গোলাম কিবরিয়া দাড়িয়া, এস এম হুমায়ুন কবির, বর্তমান পৌর মেয়র মো. কামাল হোসেন শেখ, সাবেক পৌর মেয়র এইচ এম অহিদুল ইসলাম, সাবেক জেলা পরিষদ সদস্য নজরুল ইসলাম হাজরা মন্নুসহ বিপুল সংখ্যক দলীয় নেতা-কর্মী তার সাথে ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল