৩ মার্চ, ২০২৩ ২২:৫৫

ফরিদপুরে ট্রাকচাপায় পথচারী বৃদ্ধা নিহত

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে ট্রাকচাপায় পথচারী বৃদ্ধা নিহত

ফরিদপুরে ট্রাকের নিচে চাপা পড়ে পথচারী এক বৃদ্ধা নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে ফরিদপুরের কোমরপুর এলাকায় অবস্থিত মুসলিম মিশনের সামনে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বৃদ্ধার নাম সালেহা বেগম (৬৫)। তিনি ফরিদপুর শহরের পূর্ব খাবাসপুর মহল্লার তালতলা এলাকার বাসিন্দা। তবে মৃতের স্বামীর পরিচয় জানা যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর দমকল বাহিনীর স্টেশন ম্যানেজার সুভাষ বাড়ই জানান, ওই বৃদ্ধা রাস্তা পার হওয়ার সময় ফরিদপুর থেকে রাজবাড়ীগামী একটি অজ্ঞাত ট্রাক তাকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন।

তিনি বলেন, মরদেহটি ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ফরিদপুর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল বলেন, ওই বৃদ্ধাকে চাপা দিয়ে পালিয়ে যাওয়া ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ
 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর