৫ মার্চ, ২০২৩ ১০:৪৪

বগুড়ায় ট্রাক চাপায় কলেজছাত্র নিহত

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ায় ট্রাক চাপায় কলেজছাত্র নিহত

প্রতীকী ছবি

বগুড়া সদরে ট্রাক চাপায় রাফসান সিয়াম (২৩) নামে মোটরসাইকেল আরোহী এক কলেজছাত্র নিহত হয়েছেন। শনিবার রাত ৮টার দিকে শহরে চারমাথা এলজিইডি ভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে। এতে রাকিবুল হাসান (২৩) নামে মোটরসাইকেল চালক আহত হয়েছেন। তিনি প্রাথমিক চিকিৎসা শেষে সুস্থ আছেন।

নিহত রাফসান সিয়াম শহরের বাদুরতাল এলাকার মো. অরুনের ছেলে। তিনি সরকারি আজিজুল হক কলেজে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের স্নাতক তৃতীয় বর্ষের ছাত্র।

উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুজন মিঞা জানান, শনিবার সন্ধ্যার দিকে সিয়াম ও রাকিবুল মোটরসাইকেল করে শহর থেকে চারমাথার দিকে যাচ্ছিলেন। এসময় বেপরোয়া গতির অজ্ঞাত এক ট্রাক পেছন থেকে তাদের ধাক্কা দেয়। এতে সিয়াম মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে ট্রাকচাপায় ঘটনাস্থলেই নিহত হয়। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা আছে।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর