৮ মার্চ, ২০২৩ ১৩:৪৭

রাস্তায় প্রসব বেদনা, পুলিশের সহায়তায় ফুটফুটে শিশুর জন্ম

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

রাস্তায় প্রসব বেদনা, পুলিশের সহায়তায় ফুটফুটে শিশুর জন্ম

চাঁপাইনবাবগঞ্জে পুলিশের সহায়তায় হাসপাতালে ভারসাম্যহীন (পাগলী) এক নারীর সন্তান প্রসব সম্পন্ন হয়েছে। বর্তমানে মা ও সদ্যভূমিষ্ট কন্যা সন্তান সুস্থ রয়েছে। 

গতকাল মঙ্গলবার রাতে চাঁপাইনবাবগঞ্জ ৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেয়  ভারসাম্যহীন ওই নারী।

সদর মডেল থানার ওসি মো. সাজ্জাদ হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আমনুরা বাজারে এক মুদি দোকানের সামনে গতকাল বিকেলে ভারসাম্যহীন অজ্ঞাত এক নারীর প্রসব বেদনা উঠে। এ সময় স্থানীয়রা জরুরি সেবা নম্বর ৯৯৯ কল দিয়ে পুলিশকে বিষয়টি জানায়। পরে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নারীকে উদ্ধার করে অটোরিকশাযোগে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করে এবং রাত ৮টার দিকে ওই নারী কন্যা সন্তানের জন্ম দেন। 

বিডি-প্রতিদিন/বাজিত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর