১৪ মার্চ, ২০২৩ ২১:২৮

বরগুনায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস উপলক্ষে মানববন্ধন

বরগুনা প্রতিনিধি

বরগুনায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস উপলক্ষে মানববন্ধন

বরগুনার তালতলীতে আন্তর্জাতিক নদীকৃত্য দিবস-২০২৩ উপলক্ষে বুড়ীশ্বর, বিশখালী, খাকদন নদীর দখল ও দূষণ প্রতিরোধে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টায় তালতলী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের বুড়িশ্বর নদী সংলগ্ন তেঁতুলবাড়িয়া লঞ্চঘাটে ওয়াটারকিপার্স বাংলাদেশ তালতলী শাখার আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সাবেক ইউপি সদস্য মো. আলম হাওলাদারের সভাপতিত্বে মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন ওয়াটারকিপার্স বাংলাদেশ তালতলী উপজেলা শাখার সমন্বয়ক আরিফুর রহমান, স্থানীয় জেলে প্রতিনিধি মো. নূর আলম মাতুব্বর, যুবনেতা মো. জহিরুল ইসলাম হাওলাদার, মো. জালাল আকন, মৎস্য ব্যবসায়ী মো. জাকির হোসেন, গণমাধ্যমকর্মী মো. হাইরাজ মাঝিসহ সাধারণ জেলে ও স্থানীয় গ্রামবাসী।

বক্তারা আন্তর্জাতিক নদীকৃত্য দিবসে সংশ্লিষ্ট সকলকে বুড়িশ্বর নদীকে দখলমুক্ত, দূষণমুক্ত এবং বিষমুক্ত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান। একইসঙ্গে জেলার অন্যতম দুটি নদী বিষখালী ও খাকদনে প্রতিদিন বর্জ্য ফেলে পানি দূষণের পাশাপাশি নদী ভরাট করে গড়ে ওঠা অবৈধ দখলদারদের উচ্ছেদ করে নদীর স্বাভাবিক প্রবাহ অব্যাহত রাখতে প্রশাসনকে পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর