২০ মার্চ, ২০২৩ ২১:৫৯

নাগেশ্বরীতে ৩ দোকানিকে ভোক্তা অধিকারের জরিমানা

কুড়িগ্রাম প্রতিনিধি

নাগেশ্বরীতে ৩ দোকানিকে ভোক্তা অধিকারের জরিমানা

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নাখারগঞ্জ এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার অপরাধে ৩ দোকানিকে সাত হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার বিকেলে এ অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কার্যালয়।

এ দপ্তরের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান জানান, রমজানের পূর্বে নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নের নাখারগঞ্জ বাজারে তদারকি অভিযান পরিচালনা করা হয়। এসময় মেয়াদোত্তীর্ণ খাদ্য পণ্য সংরক্ষণ ও বিক্রয়ের অপরাধে প্রশাসনিক ব্যবস্থা হিসেবে ইব্রাহিম স্টোরকে ৪ হাজার এবং জহুরুল স্টোরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

একই অপরাধে সাদ্দাম ফার্মেসিকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় মেয়াদোত্তীর্ণ পণ্য ও ওষুধ ধ্বংস করা হয়। এসময় অভিযানে নাগেশ্বরী উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর পবিত্র কুমার রায় এবং কুড়িগ্রাম আনসার ব্যাটালিয়নের কর্মীরা উপস্থিত ছিলেন।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর