২৫ মার্চ, ২০২৩ ১৫:১৮

বগুড়ায় বাজার নিয়ন্ত্রণে অভিযান

নিজস্ব প্রতিবেদক, বগুড়া:

বগুড়ায় বাজার নিয়ন্ত্রণে অভিযান

বগুড়ায় মাহে রমজান উপলক্ষে বাজার নিয়ন্ত্রণে বিশেষ অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শনিবার সকাল ১১টায় সদর উপজেলার টি এন্ডটি কলেজ কাঁচা বাজারে এ অভিযান চালানো হয়। 

অভিযানে মূল্য তালিকা ও পণ্যর গায়ে উৎপাদন মেয়াদ না থাকায় ৮ দোকানিকে ১১ হাজার ৫০০ টাকা জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।  
তিনি জানান, পবিত্র মাহে রমজানে বাজার নিয়ন্ত্রণে অভিযান চালানো হয়। এসময় সদর উপজেলার টি এন্ডটি কলেজ কাঁচা বাজারে ৮ দোকানে ১১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। এরমধ্যে ৩ জন সবজি ও ২জন গরুর মাংস বিক্রেতাকে ৫০০ টাকা করে ২৫০০ টাকা জরিমানা করা হয়। তাদের কোন দোকানেই মূল্য তালিকা ছিল না।  

এছাড়াও ওই বাজারের আরও ৩ দোকানে দইয়ের গায়ে উৎপাদন ও উত্তীর্ণ মেয়াদ না থাকায় ৩ হাজার করে ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। 

বিডি প্রতিদিন/এএম

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর