ময়মনসিংহের ফুলপুরে গণহত্যা দিবস-২০২৩ পালিত হয়েছে। শনিবার এ উপলক্ষে নানা কর্মসূচি পালন করা হয়।
উপজেলার সদর ইউনিয়নের ঠাকুরবাখাই বদ্ধভূমিতে সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউল করিম রাসেল, উপজেলা নির্বাহী অফিসার এম. সাজ্জাদুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) অমিত রায়, উপজেলা কৃষি অফিসার ফারুক আহমেদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কামরুল হাসান, ব্যবসায়ী নেতা গোলাম মর্তুজা লাল মিয়া তালুকদার, বীর মুক্তিযোদ্ধাগণ, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় স্কুলের শিক্ষার্থীবৃন্দ।
শহিদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা অর্পণের পর উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিডিপ্রতিদিন/কবিরুল