বাগেরহাটের মোরেলগঞ্জে ৫২তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের কর্মসূচি পালন শুরু হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার সকাল সাড়ে ৬টায় ২১ বার তোপধ্বনির পরে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম তারেক সুলতান।
একই সময় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে বীর মুক্তিযোদ্ধা মো. লিয়াকত আলী খান, ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক, ফাহিমা ছাবুল, থানার ওসি মো. সাইদুর রহমান, পৌরসভার কাউন্সিলর, হাসপাতাল, ফায়ার সার্ভিস, উপজেলা স্কাউটস, পল্লী বিদ্যুৎ, প্রেস ক্লাব, সরকারি প্রাথমিক শিক্ষক সমিতি ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করে।
দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ৮টায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফিরাত ও দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া মোনাজাতের আয়োজন করেছে উপজেলা প্রশাসন।
বিডি প্রতিদিন/এমআই