৩ এপ্রিল, ২০২৩ ১৪:৪৯

রংপুরে রমজানে দ্বিতীয় পর্যায়ে টিসিবির পণ্য বিক্রি শুরু

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুরে রমজানে দ্বিতীয় পর্যায়ে 
টিসিবির পণ্য বিক্রি শুরু

রংপুরে রমজানে দ্বিতীয় পর্যায়ে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে নগরীর কেরামতিয়া উচ্চ বিদ্যালয়ে এ কার্যক্রমে উদ্বোধন করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এডবি্লউএম রায়হান শাহ। এ সময় উপস্থিত ছিলেন, রংপুর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা, কাউন্সিলর মাসুদ রানা চান্দু, ফেরদৌসী বেগমসহ অন্যরা। কেরামতিয়া উচ্চ বিদ্যালয় পয়েন্টে সোমবার ৩ হাজার ৪শ জন প্রতি কার্ডধারীদের দুই লিটার তেল, দুই কেজি ডাল ও এক কেজি চিনি দেয়া হয়। চলতি রমজানে ছোলা ও খেজুর না থাকায় অসন্তোষ প্রকাশ করেছে কার্ডধারীরা। 

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ ডবি্লউএম রায়হান শাহ বলেন, সারাদেশের মত রংপুরে রমজানে দ্বিতীয় দফায় টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন হলো। টিসিবির পণ্য বিক্রয় নিয়ে যেন কোন অনিয়ম না হয় সেদিকে আমাদের বিশেষ নজরদারী রয়েছে।

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর