কুষ্টিয়ার কুমারখালী উপজেলার উত্তর চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৬ এপ্রিল) মধ্যরাতে বিদ্যালয়ের আধাপাকা টিনসেড ঘরের প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষকের কক্ষে এ ঘটনা ঘটে। এতে শিক্ষার্থীদের সনদপত্র, বইপত্র, গুরুত্বপূর্ণ নথি ও কাগজপত্রাদি, আসবাবপত্রসহ দুইটি কক্ষের সবকিছু পুঁড়ে ছাই হয়ে গেছে। প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। কিন্তু এই রাতে বিদ্যালয়ের নৈশ্য প্রহরী সোহান মোল্লা অনুপস্থিত ছিলেন।
তবে বিদ্যালয় কর্তৃপক্ষ ও পুলিশের ভাষ্য মতে, আগামী রবিবার (৯ এপ্রিল) বিদ্যালয়টির পরিচালনা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। এনিয়ে স্থানীয় আওয়ামী লীগের মধ্যে বিরোধ চলে আসছে। ভোটকে কেন্দ্র করে একপক্ষ তার প্রতিপক্ষকে ফাঁসাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটাতে পারে। আর আওয়ামী লীগের দু'পক্ষেরর নেতাকর্মীরা বিদ্যালয়ের আগুন নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ তুলেছেন। একপক্ষ বলছেন, পরাজয়ের ভয়ে ভোট বন্ধ করতে প্রতিপক্ষরা বিদ্যালয়ে আগুন দিয়েছেন। অপরপক্ষ বলছেন, তাদের ফাঁসাতে প্রতিপক্ষরা আগুনের নাটক সাজিয়েছে।
পুলিশ, ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে বিদ্যালয়ের প্রধান কার্যালয়ে আগুন দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে গ্রামবাসী আগুন নিভাতে ছুটে আসে এবং পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেন তাঁরা। খবর পেয়ে রাত আড়াইটার দিকে শৈলকূপা ফায়ার সার্ভিসের সদস্যরা এসে প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টা চালায়। পরে স্থানীয় ও ফায়ার সার্ভিসের সদস্যরা মিলে প্রায় সাড়ে তিন ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে বিদ্যালয়ের আধাপাকা টিনসেট ঘরের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের এবং সেখানে শিক্ষার্থীদের সনদপত্র, বইপত্র, গুরুত্বপূর্ণ অফিসিয়াল কাগজপত্রাদি, আসবাবপত্রসহ দুইটি কক্ষের সবকিছু পুড়ে ছাই যায়। তবে আগুনের সূত্রপাতের সঠিক কারণ এখনো জানা যায়নি।আরো জানা গেছে, বিদ্যালয় পরিচালনা পরিষদ নির্বাচনকে ঘিরে আধিপত্য বিস্তার নিয়ে যদুবয়রা ইউনিয়নের ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. তৌহিদুল ইসলামের সঙ্গে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. সবুজ আলী ও জেলা ছাত্রলীগের সাবেকসহ সভাপতি আকাশ রেজার সমর্থক ও নেতাকর্মীদের বিরোধ ও উত্তেজনা চলছিল। আকাশ ও সবুজ দুই পক্ষই ভোট বন্ধের জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও প্রিজাডিং কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ করেছেন।
বিডি প্রতিদিন/হিমেল