ভাঙ্গায় ট্রাক চাপায় ভ্যান চালক দেলোয়ার শেখের (৪৮) মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা- বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের হামিরদী বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
হামিরদী ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের সদস্য খলিলুর রহমান জানান, ভ্যানচালক দেলোয়ার শেখ হামিরদী গ্রামের এক ব্যক্তির পেঁয়াজ নিয়ে ভাঙ্গা বাজারে যাওয়ার পথে হামিরদী বাসস্ট্যান্ডে পৌঁছালে ফরিদপুরগামী অজ্ঞাত ট্রাক ভ্যানকে ধাক্কা দেয়। এ সময় ভ্যানচালক দেলোয়ার গুরুতর আহত হয়। গুরুতর আহত অবস্থায় ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ তৈমুর ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।বিডি প্রতিদিন/এএম