ফরিদপুর শহরের আলীপুর বড় ব্রিজের ঢালে ট্রাকচাপায় এক পথচারী ও সালথা উপজেলায় ট্রলি থেকে পড়ে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে শহরের আলীপুর এলাকার বড় ব্রীজের ঢালে রাস্তা পার হতে গিয়ে পলাশ শেখ (৪২) নামের এক যুবক নিহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত পলাশ শেখ বাড়ি থেকে বের হয়ে রাস্তা পার হবার সময় পেছন দিক থেকে একটি মোটর সাইকেল তাকে ধাক্কা দিলে পলাশ রাস্তায় পরে যায়।এসয় পেছন দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দিলে সে ঘটনাস্থলেই নিহত হয়। এ ঘটনায় ঘাতক ট্রাক ও ট্রাক চালককে আটক করেছে পুলিশ।
এদিকে, ফরিদপুরের সালথায় ট্রলি গাড়ি থেকে পড়ে গিয়ে মো. আয়নাল শেখ (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার আটঘর ইউনিয়নের পুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আয়নাল পুটিয়া গ্রামের মৃত খোরশেদ শেখের ছেলে। তিনি এক সন্তানের জনক। ট্রলি গাড়ি থেকে পড়ে গিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন আটঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শহিদুল হাসান খান সোহাগ।স্থানীয়রা জানান, বিকালে আয়নাল মাঠে ঘাস কাটতে যায়। ঘাস কেটে আসার সময় মাঠের মধ্যে মাটি নেওয়ার জন্য চলাচলরত একটি ট্রলি গাড়িতে করে বাড়ি ফিরছিলেন কৃষক আয়নাল। এ সময় ট্রলি গাড়ির ঝাঁকিতে সেখান থেকে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
বিডি প্রতিদিন/এএম