৬ মে, ২০২৩ ২০:৩৫

খুলনায় সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, খুলনা:

খুলনায় সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু

খুলনার খালিশপুরে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার বিকালে খালিশপুর পার্কের মোড়ে ১৯ নং রোডের ১৩ নং বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।  

দুর্ঘটনায় মৃত শ্রমিকরা হচ্ছেন- নাজির সরদার (২৫) ও সাদ্দাম হোসেন (২৮)। তাদের বাসা খালিশপুর বয়রা রায়েরমহল এলাকায়। 

খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির-উল গিয়াস জানায়, ওই ভবনের সেপটিক ট্যাংকে কাজ করতে নামলে দুইজন অসুস্থ হয়ে যান। প্রথমে একজন শ্রমিক সেখানে নামার পর অসুস্থ হয়ে পড়লে অপর শ্রমিক তাকে উদ্ধার করার চেষ্টা করে। এসময় দুইজন শ্রমিকই সেপটিক ট্যাংকের ভিতরে পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাদের মৃত অবস্থায় উদ্ধার করে।  

ফায়ার সার্ভিস কর্মীরা বলছেন, নির্মাণাধীন ভবনটির সেপটিক ট্যাংকটি বদ্ধ থাকার কারণে সেখানে বিষাক্ত গ্যাসের সৃষ্টি হতে পারে। সে কারণে শ্রমিকদের মৃত্যু হতে পারে।

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর