গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড়ে ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে সাতপাড় উত্তরপাড়া শ্রী শ্রী হরিচাঁদ গুরুচাদঁ মন্দির মাঠে এ ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিবছর এ ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করে সাতপাড় যুব উন্নয়ন ক্লাব। এ ঘৌড়দৌড় প্রতিযোগিতায় উপলক্ষে মাঠে বসে গ্রামীণ মেলাও।
সদর উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সিদ্দিক সিকদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঘোড়দৌড় প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।
এ সময় গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিতিশ রায়, সাতপাড় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বিধান বালা, সাবেক সাতপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুজিত মন্ডল, সাতপাড় কলেজ ছাত্রলীগের সভাপতি অজয় বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।
সাতপাড় যুব উন্নয়ন ক্লাবের সভাপতি কমলেশ বিশ্বাসের সভাপতিত্বে ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক উজ্জ্বল বিশ্বাস।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন