বগুড়ার শিবগঞ্জ উপজেলায় সাইদুল ইসলাম (২৫) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ৬টায় উপজেলার কিচক ইউনিয়নের বেলাই মোলামগাড়ী মাঠ থেকে স্থানীয়দের খবরে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
নিহত সাইদুল ইসলাম শিবগঞ্জ উপজেলার বেলাই কারুন্ডা পাড়া গ্রামের শাহাদত হোসেনের ছেলে। তিনি ওয়েল্ডিং মিস্ত্রি হিসেবে কাজ করতেন।
নিহত সাইদুলের স্ত্রী শাকিলা বেগম জানান, শুক্রবার সকাল ৯টায় ওয়েল্ডিং এর কাজ করার উদ্দেশ্যে পাশের গোবিন্দগঞ্জ উপজেলার রাজা বিরাট এলাকায় যান। কিন্তু কাজ শেষ করে সেখান থেকে তার স্বামী রাতে বাড়ি ফিরেননি। তার মোবাইলে একাধিক বার ফোন দিলে বন্ধ পাওয়া যায়।
তিনি আরও জানান, শনিবার সকাল সাড়ে ৬টায় এলাকায় খবর পেয়ে জানতে পারি আমার স্বামীকে ছুরিকাঘাত হত্যা করা হয়েছে। আমি প্রসাশনসহ সংশ্লিষ্ট সকলের কাছে আমার স্বামী হত্যার বিচার চাই।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম জানান, সাইদুল নেশায় আসক্ত ছিলেন। ধারণা করা হচ্ছে, এসব নিয়ে কোনো ঝামেলায় তাকে হত্যা করা হতে পারে। বেলাই গ্রামের কাঁচা রাস্তায় সাইদুলের মরদেহ পড়েছিল। তার পাঁজর ও কাঁধে ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় একজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।
মরদেহটি ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় শিবগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। থানা পুলিশের পক্ষ থেকে হত্যাকারীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/এমআই