বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়নের উদ্যোগে ৬ দফা দাবিতে বরগুনা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি পালন করা হয়েছে। রবিবার সকালে অনুষ্ঠিত এই মানববন্ধনে বরগুনা নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা অংশ নেয়।
এসময় তারা বলেন, কারিগরি বোর্ডের অধীনে মাত্র ৬ মাসের কোর্স শেষ করে তাদের এবং ৩ বছরের কোর্স সম্পন্ন করা শিক্ষার্থীদের সমমর্যাদা দেওয়া হচ্ছে। এই সমমর্যাদা বাতিল করতে হবে। ছাত্রীদের জন্য আবাসিক ব্যবস্থা থাকলেও ছাত্রদের কোনো আবাসিক ব্যবস্থা নেই। অবিলম্বে ছাত্রদের আবাসিক ব্যবস্থা করতে হবে। সমাবেশে সরকারি চাকরিতে নার্সদের মূল বেতনের ৩০ শতাংশ ঝুঁকি ভাতাসহ ডিপ্লোমাদের গ্রাজ্যুয়েশন, নার্সদের জন্য বিশেষ ক্যাডার সার্ভিস চালুর দাবি জানানো হয়।
সমাবেশে বক্তব্য রাখেন সালমান রহমান শুভ, আশিকুর রহমান আশিক, আরিফা আক্তার মনি প্রমুখ। পরে জেলা প্রশাসকের মাধ্যমে ৬ দফা দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করা হয়।
বিডি প্রতিদিন/এমআই