ফরিদপুরের স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ ও সচেতন কানাইপুরবাসীর ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা সাড়ে ১১টায় ফরিদপুর প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আনসার আলী মিয়া দাখিল মাদ্রাসা শিক্ষক এবং স্বেচ্ছাসেবী ছায়ানীড়ের প্রতিষ্ঠাতা সভাপতি এনামুল হাসান মাসুমের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে স্বেচ্ছাসেবী সংগঠন আমরা করবো জয়ের সভাপতি আহমেদ সৌরভের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন মানবতার তরির আহ্বায়ক মিজানুর রহমান টুটুল, আমরা করব জয়’র সাধারণ সম্পাদক শরিফ খান, তাকওয়া ফাউন্ডেশনের আহ্বায়ক মুস্তাফিজুর রহমান, ছায়ানীড়ের সদস্য এস এম সালমান।
মানববন্ধনে একাত্মতা ঘোষণা করেন বাকিগঞ্জ দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মাহমুদুল হাসান, ফরিদপুর পৌরসভার ২৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ আলাওল হোসেন তনু। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাতিঘরের পরিচালক পারভেজ মন্ডল।
সভায় বক্তারা গত ১৩ মে এনামুল হাসান মাসুমের উপর নির্যাতন করা হলেও এখন পর্যন্ত কোনো আসামি গ্রেফতার না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, স্বেচ্ছাসেবী সংগঠন সমাজের ভালো কাজে অংশগ্রহণ করে। অথচ তাদের একজন সদস্যকে সন্ত্রাসীরা মারপিট করেছে, এ ব্যাপারে মামলা হলেও এখনো কোনো আসামিকে গ্রেফতার করা হয়নি। তারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
এ সময় ফরিদপুর শহরের একাধিক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের সদস্যরা মানববন্ধনে অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/এমআই