কুমিল্লার আদর্শ সদর উপজেলায় ছুরিকাঘাতে এক যুবককে হত্যা করা হয়েছে। টিক্কারচর ব্রিজের দক্ষিণ পাশের চা দোকানে এই ঘটনা ঘটে।
বৃহস্পতিবার ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহত যুবক আব্দুল কুদ্দুস (৩৫) উপজেলার নিশ্চিন্তপুর এলাকার আব্দুস সালামের ছেলে। তিনি সিএনজি চালিত অটোরিকশা চালক।
এসব তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লার কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) ত্রিনাথ সাহা।
নিহত কুদ্দুসের বাবা আব্দুস সালাম বলেন, 'আমার তিন ছেলের মধ্যে এটা মেজ ছেলে। সে শ্বশুরবাড়ির দক্ষিণ চর্থায় ছিল। বুধবার সন্ধ্যার দিকে তাকে শুভপুরের সোহাগ নামের এক ছেলে ডেকে আনে। এসময় কুদ্দুস, সোহাগ ও সাগর নামের আরেকজনসহ দোকানে চা খাচ্ছিল। সোহাগ আমার ছেলের কাছে হাত খরচের(চাঁদা) টাকা চায়। এসময় আমার ছেলে তাকে ২০০ টাকা দিয়ে বলে, জেল থেকে এসেছিস। ঠিকঠাক চলিস আর এটা এখন রাখ। টাকাটা হাতে নিয়ে সোহাগ আমার ছেলেকে ছুরি দিয়ে আঘাত করে। এ সময় সাগরকেও আঘাত করে। সোহাগের শরীরে ভালোভাবে লাগেনি। সে এখন হাসপাতালে। ধারণা করছি টাকা কম দেয়ায় সে আমার ছেলেকে মেরেছে।
কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) ত্রিনাথ সাহা বলেন, তার শরীরে ছুরির আঘাত আছে। আমরা লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছি। এদিকে তদন্ত চলমান রয়েছে। খুনের কারণসহ বিস্তারিত পরে বলা যাবে।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন