২৯ মে, ২০২৩ ১৭:২২

বগুড়ায় অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, বগুড়া:

বগুড়ায় অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

বগুড়ায় অনুমোদনহীন ডায়াগস্টিক সেন্টারে অভিযান চালিয়ে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টায় বগুড়া সদরের শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজের সামনে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া এ অভিযান পরিচালনা করে। 

ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, হেনা সিটি স্ক্যানে অভিযান পরিচালনার সময় প্রতিষ্ঠানটি কোন বৈধ সনদ দেখাতে পারেনি। প্রতিষ্ঠানের অনুমতিপত্রও দেখাতে পারেনি। প্রয়োজনীয় প্রশিক্ষিত জনবলও প্রতিষ্ঠানটির নেই। মানুষের জীবন ও নিরাপত্তা বিপন্ন করার অপরাধে প্রতিষ্ঠানটিকে দুই লাখ টাকা অর্থদণ্ড এবং সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়। 

অভিযানে জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি ও বগুড়া চেম্বার অব কমার্স এর প্রতিনিধি এবং জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। 

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর