কক্সবাজারের টেকনাফ থানাধীন হ্নীলা পুরাতন বাজার এলাকায় অভিযান চালিয়ে মাদক মামলার আট বছরের সাজাপ্রাপ্ত মুকবুল আহমদ (৫৫) নামে একজন পলাতক আসামিকে র্যাব-১৫ গ্রেফতার করেছে।
কক্সবাজার র্যাব-১৫ অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় র্যাব-১৫,কক্সবাজার সিপিসি-১ টেকনাফ এর একটি চৌকস আভিযানিক দল কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন হ্নীলা পুরাতন বাজার এলাকায় অভিযান পরিচালনা করে মাদক মামলার আট বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি টেকনাফ উপজেলার হ্নীলা, ইউনিয়নের ফুলের ডেইলের মৃত সুলতান আহমদের মুকবুল আহমদকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামি গ্রেফতার এড়াতে আত্মগোপনে অবস্থান করছিল মর্মে জানায়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পূর্বে দায়েরকৃত চাঁদপুর মডেল থানার মামলা রয়েছে।
বিডি প্রতিদিন/এএ