বাগেরহাটের শরণখোলা উপজেলার পল্লীতে এক বাড়িতে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। চোর চক্র ঘরে প্রবেশ করে গৃহকর্তা সুজন হালদারের হাত-পা বেঁধে পাঁচ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ২০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। গত সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার ধানসাগর গ্রামে এ ঘটনা ঘটে।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো, ইকরাম হোসেন জানান, উপজেলার ধানসাগর গ্রামে প্রতিদিনের মতো গৃহকর্তা সুজন হালদার ও তার বাবা-মা রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। এরপর রাত আনুমানিক আড়াইটার দিকে সিঁধ কেটে তিনজন চোর তাদের ঘরে প্রবেশ করে।
তিনি আরও জানান, এসময় সুজন হালদারের ঘুম ভেঙ্গে গেলে চোরের দল তার হাত-পা বেঁধে ফেলে। এরপর তারা গৃহকর্তার গলায় ছুরি ধরে শোকেজে থাকা স্বর্ণের দুটি চেইন, দুইটি বালা, চারটি আংটি ও নগদ ২০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। সকালে খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ভুক্তভোগী পরিবার এখনো মামলা দায়ের করেনি।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ