নরসিংদীর মাধবদী উপজেলার ভগীরথপুর এলাকায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে রাকিব হোসেন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুই বাসের অন্তত ১০ জন যাত্রী।
বৃহস্পতিবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাকিব নরসিংদী সদর উপজেলার শিলমান্দী ইউনিয়নের বাগহাটা এলাকার গুলজার মিয়ার ছেলে। দুর্ঘটনায় আহত ব্যক্তিদের মধ্যে নরসিংদী সদর হাসপাতালে চারজন চিকিৎসা নিয়েছেন।
ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) কবির হোসেন ভূঁইয়া বলেন, নিহত ব্যক্তির পরিবারের সদস্যরা ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তরের জন্য আবেদন করেছেন। দুর্ঘটনাকবলিত বাস দুইটি জব্দ করে ফাঁড়িতে এনে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিডি প্রতিদিন/এএম