কক্সবাজারের চকরিয়া-পেকুয়ায় কোরবানির গরুর চামড়া নিয়ে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। বৃহস্পতিবার সকাল থেকে কোরবানির পর থেকে গরুর চামড়া ফেলে রাখা হয়েছে। চামড়ার ক্রয়ের কোন ক্রেতা পাওয়া যায়নি সন্ধ্যা অবধি। অবশেষে অনেকে মাটিতে গর্ত করে পুঁতে ফেলছে। অনেকে মাদ্রাসায় গিয়ে ফ্রিতে দিয়ে এসেছে।
সরেজমিন চকরিয়া ও পেকুয়ার বিভিন্ন এলাকায় গিয়ে এসব চিত্র দেখা গেছে।
চকরিয়া পৌর শহরের বাসিন্দা মো. সাইফুদ্দিন বলেন, দেড় লক্ষ টাকা দিয়ে গরু ক্রয় করেছি। চামড়া নিয়ে বিপাকে। শেষ পর্যন্ত একটি মাদ্রাসায় দিয়ে এসেছি। একইভাবে বরইতলী এলাকার বাসিন্দা মুজিবুল হক বলেন, গরুর চামড়ার কোন ক্রেতা নেই। ছাগলের চামড়া কেউ নিতে চায় না।
চকরিয়া পৌর শহরের এক ব্যবসায়ী নাম নাপ্রকাশে বলেন, চামড়ার নির্ধারিত মূল্য থাকলেও ক্রেতা না থাকায় তা ফ্রি-তেও অনেকে নিতে চাচ্ছে না।
বিডি প্রতিদিন/এএম