ঝিনাইদহে কালিগঞ্জে মেহেদী হাসান( ২৫) নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করেছে তার প্রতিবেশী। নিহত মেহেদী কালিগঞ্জ পৌরসভার ফয়লা মাস্টারপাড়ার সফর আলীর ছেলে।
নিহতের পরিবার জানায়, শনিবার (০৮ জুলাই) দিবাগত রাত বারোটার সময় সিগারেট কেনার কথা বলে বাসা থেকে বের হয় মেহেদী। পাশের বাড়ির আকরামের সাথে কথাবার্তায় এক পর্যায়ে উত্তেজিত হয়ে আকরাম ছুরি দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে মেহেদীকে। এসময় মেহেদী মাটিতে পড়ে যায় । আশপাশের লোকজন রক্তাক্ত অবস্থায় কালিগঞ্জ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎক তাকে মৃত ঘোষণা করেন।
এসব তথ্য নিশ্চিত করে কালিগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি)মাহাবুবুর রহমান জানান, এ ঘটনার জড়িত মূলহোতা আকরামকে আটক করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ