পটুয়াখালীর কলাপাড়ায় মাছ ধরা নৌকা থেকে মো. খলিলুর রহমান (৪০) নামে এক জেলের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকাল ৮টার দিকে উপজেলার ধুলাসার ইউনিয়নের নতুনপাড়া গ্রামে একটি খালের মধ্যে নোঙর করা নৌকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। তিনি ওই ইউনিয়নের কাউয়ারচর এলাকার মোতালেব হাওলাদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে খলিলুর রহমান বাড়ি থেকে মাছ শিকারের উদ্দেশ্যে বাড়ি ত্যাগ করে। এর পর আর ফিরে আসেনি।মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস আলম জানান, জেলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই