টাঙ্গাইলের মধুপুরে শালবন থেকে অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর উপজেলার বেরিবাইদ ইউনিয়নের পচারচনা এলাকা থেকে লাশ উদ্ধার করা হয়। নিহতের নাম পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়দের ধারণা লাশটি সপ্তাহ খানেক আগে কেউ হত্যা করে বনের মধ্যে লাশটি রেখে গেছে।
পুলিশ জানায়, দুপুরে মধুপুর বনের পচারচনা এলাকায় কয়েক লোক কাজ করতে যাওয়া সময় মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়দের খবর দেয়। পরে স্থানীরা পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল আমিন বলেন, উদ্ধারকালে গলিত লাশ হাত পা মাথা বিচ্ছিন্ন ছিল। তার পরিচয় পাওয়া যায়নি। তার পড়নে প্যান্ট ছিল। এক জোড়া জুতা উদ্ধার করা হয়েছে। তার ধারণা মরদেহটি বেশ কিছুদিন আগের।
বিডি প্রতিদিন/এএম