গাজীপুরের শ্রীপুরে বাঁশ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আক্কাছ আলী নামের এক ব্যক্তি মারা গেছেন। শুক্রবার দুপুর ২টার দিকে উপজেলার মাওনা ইউনিয়নের নিজমাওনা গ্রামের বিএনপি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। মৃত আক্কাছ আলী (৬৫) নিজমাওনা গ্রামের মৃত কনে শেখের ছেলে। তিনি এলাকায় কৃষি কাজ করতেন।
স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে রাস্তার পাশে বাড়ির বাঁশ ঝাড় থেকে বাঁশ কাটছিলেন আক্কাছ আলী। এ সময় একটি বাঁশ কেটে টেনে বের করার সময় সড়কের পাশে পল্লী বিদ্যুতের সঞ্চালন লাইনের ওপর গিয়ে পড়ে। এতে বাঁশটি বিদ্যুতায়িত হয়ে আক্কাছ আলী বিদ্যুৎপৃষ্ট হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মাওনা ফাঁড়ির ইনচার্জ মিন্টু মিয়া জানান, এ বিষয়ে কেউ অবগত করেনি।বিডিপ্রতিদিন/কবিরুল