গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চান্দরা হাজী বাড়ি এলাকা থেকে শুক্রবার বিকেলে এক যুবকের অর্ধগলিত ঝুলন্ত লাশ উদ্ধার করেছে কালিয়াকৈর থানা পুলিশ। নিহত হলেন ময়মনসিংহ জেলার নান্দাইল থানার কাঠুলিয়াপাড়া এলাকার ইব্রাহিম খলিল এর ছেলে মাজহারুল ইসলাম (২৪)। নিহত মাজহারুল ইসলাম চন্দ্রা হাজী বাড়ি এলাকার আব্দুল আজীজ এর বাসায় ভাড়ায় বসবাস করে কারখানায় চাকরি করতেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত মাজহারুল ইসলাম গত ৩ দিন যাবত পরিবারের লোকজন এর মোবাইল ফোন রিসিভ না করায় নিহতে স্বজনরা তার খোঁজে শুক্রবার বিকেলে উপজেলার চান্দরা এলাকায় এসে আব্দুল আজিজের ভাড়া বাসায় এসেন। পরে প্রতিবেশিদের সহযোগিতায় তার কক্ষের দরজা খুলে দেখতে পান অর্ধগলিত নিহত মাজহারুল ইসলামের লাশ ঘরের আড়ার সাথে গলায় গামছা বাঁধা অবস্থায় ঝুলে আছে। খবর পেয়ে কালিয়াকৈর থানার পুলিশ নিহতের লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করেন।
কালিয়াকৈর থানার এস আই জামিনুর রহমান জানান, নিহত মাজহারুল ইসলামের লাশ উদ্ধার করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বিডি প্রতিদিন/এএ