বরগুনার পাথরঘাটায় বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও মদসহ শেখ মমিনুল ইসলাম (৩২) নামের এক যুবককে আজ দুপুরে আটক করেছে পাথরঘাটা কোস্ট গার্ড।
শুক্রবার বিকেল ৩টার দিকে প্রেসব্রিফিং এর মাধ্যমে সাংবাদিককের এ তথ্য নিশ্চিত করেছেন কোস্টগার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার (অপারেশন) লেফটেন্যান্ট এম হাসান মেহেদী। এর আগে বেলা বেলা পৌনে ১২টার দিকে খুলনা থেকে পাথরঘাটার উদ্দেশে আসা বিআরটিসি বাস তল্লাশি করে মুন্সিরহাট এলাকা থেকে তাকে আটক করা হয়।
মমিনুল সাতক্ষীরা জেলার তালা উপজেলার মাগুরাভাঙ্গা গ্রামের মৃত শেখ আনসারুল্লাহ আজাদের ছেলে।
এয়ারগান নিউ ডাইনা-৩৫ মডেলের পাঁচটি, মেকানাইজ বিদেশি পিস্তল নাইন এমএম ১টি, পাঁচ রাউন্ড তাজা গুলি, ১ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।।
কোস্টগার্ড কর্মকর্তা এম হাসান মেহেদী সাংবাদিকদের জানান, খুলনা থেকে পাথরঘাটার উদ্দেশে একটি বিআরটিসি বাসে বিদেশি আগ্নেয়াস্ত্রসহ মদ নিয়ে আসা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রাস্তায় অবস্থান নেয় কোস্টগার্ড। পাথরঘাটা-মঠবাড়িয়া সড়কের মুন্সিরহাট এলাকায় ওই বাস থেকে যাত্রী নামানোর সময় গাড়ি তল্লাশি করা হয়। বাসের মধ্যে বক্সে একটি বস্তায় এ আগ্নেয়াস্ত্র পাওয়া যায়।
তিনি আরো বলেন, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে জানা যায় এ অস্ত্রগুলি ঢাকায় নেয়া হবে সেটি পাথরঘাটা রুট হয়ে কাকচিড়া থেকে দোতালা লঞ্চে আজ নৌপথে ঢাকা যাবার জন্যই পাথরঘাটা আসে। জিজ্ঞাসাবাদে আটককৃত মমিনুল জানায়, সে ইতোপূর্বে পাথরঘাটা হয়ে অস্ত্রের চালান ঢাকায় নিয়েছে।
পাথরঘাটার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম হাওলাদার বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আটক মমিনুলের বিরুদ্বে কোস্ট গার্ড বাদী হয়ে অস্ত্র আইনে মামলা দায়ের করেছে।
বিডি প্রতিদিন/নাজমুল