বগুড়ার শেরপুরে আওয়ামী লীগ নেতার উপর হামলার ঘটনা ঘটেছে। এসময় বেধরক মারপিট করে তাকে তুলে নিয়ে যাওয়া হয় বলেও অভিযোগ করা হয়েছে। হামলার শিকার ওই আওয়ামী লীগ নেতার নাম কে এম সামিদুল ইসলাম (৫০)।
তিনি শহরের শান্তিনগর এলাকার বাসিন্দা। পাশাপাশি ধুনট উপজেলার চৌকিবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করছেন। গত বৃহস্পতিবার রাত অনুমান সাড়ে আটটার দিকে শেরপুর বাসষ্ট্যান্ড এলাকায় ওই হামলা ও অপহরণের ঘটনা ঘটে।
এ ঘটনায় শুক্রবার সকালে ভুক্তভোগী আওয়ামী লীগ নেতা বাদী হয়ে শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ করেন। তবে বিকেলে এই প্রতিবেদন লেখা পর্যন্ত অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়নি। এমনকি ওই ঘটনায় জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে শহরের সাউদিয়া হোটেলের সামনে শরবত পানের উদ্দেশ্যে যান আওয়ামী লীগ নেতা সামিদুল ইসলাম। এসময় সাত-আটজন যুবক তাকে চারপাশ থেকে ঘিরে ফেলেন। সেইসঙ্গে অতর্কিতভাবে হামলে পড়ে। এমনকি তাকে বেধড়ক মারপিট করে একটি মোটর সাইকেলে করে তুলে শহরের টাউনকলোনী এলাকাস্থ একটি অফিস কক্ষে নিয়ে আটকে রাখেন। একপর্যায়ে এই খবর পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থলে গেলে তাকে ছেড়ে দেওয়া হয়। পরে ঘটনাটি মৌখিকভাবে থানা পুলিশকে জানালে লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দেওয়া হয়।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবু কুমার সাহা জানান, অভিযোগটি তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/হিমেল