বগুড়ায় বার বার অভিযান চালালেও কমছে না ডাবের দাম। ব্যবসায়ীরা চড়া দামে বিক্রি করছেন এসব ডাব। ক্রেতাদের কাছ থেকে ইচ্ছেমতো দাম হাঁকিয়ে হাতিয়ে নিচ্ছেন হাজার হাজার টাকা। এতে ডাব খাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন নিম্ন আয়ের মানুষ।
সাধারণ ক্রেতারা বলছেন, ডাবে প্রচুর পরিমাণ পটাশিয়াম, গ্লুকোজ ও ভিটামিন রয়েছে। বেশি দামে ডাব বিক্রি করায় এসব পুষ্টি থেকে আমরা বঞ্চিত হচ্ছি।
জানা যায়, শনিবার বগুড়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিন ডাব ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। ডাব ক্রয়-বিক্রয়ের পরিস্থিতি দেখতে বগুড়া শহরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় ভাউচার না রাখা, অতিরিক্ত মূল্য নেওয়ার দায়ে তিনজন ডাব ব্যবসায়ীর কাছ থেকে এ জরিমানা আদায় করা হয়।
অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।
জরিমানাকৃতদের মধ্যে গোদারপাড়ার আল আমিন ডাব ঘরের মো. শফিকুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বাকি দুই প্রতিষ্ঠান নামাজগড়ের দুই ভাই ডাব ঘর ও মেসার্স রূপম এন্টারপ্রাইজকে পাঁচ হাজার টাকা করে অর্থদণ্ড করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, ডাব বেচাকেনার পরিস্থিতি দেখতে অভিযান চালানো হয়। এ সময় তিন জন ডাবের পাইকারি ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
অভিযানে বগুড়া র্যাব-১২ ক্যাম্পের সদস্য ও জেলা কৃষি বিপণন কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এমআই