গাজীপুরের কালিয়াকৈরে মঙ্গলবার বিকেলে উপজেলা চত্ত্বরে জাতীয় স্থানীয় সরকার দিবসের উন্নয়ন মেলার সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়েছে। মেলায় ১২টি স্টলে ঘুরে দেখেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি।
এ সময় উপস্থিত উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ। উপজেলা প্রকৌশলীর বিপ্লব পাল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা নাসরিন আরা পোষন, আটাবহ ইউনিয়নের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন সাকিল, মৌচাক ইউনিয়নের চেয়ারম্যান লোকমান হোসেন, ফুলবাড়ীয়া ইউনিয়নের চেয়ারম্যান শাহআলম সরকার, ঢালজোড়া ইউনিয়নের চেয়ারম্যান ইছামদ্দীনসহ বিভিন্ন ইউনিয়নে মেম্বারা। পরে তিনটি স্টলকে পুরস্কার বিতরণ করেন ।
বিডি প্রতিদিন/এএ