গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিদ্যুতায়িত হয়ে রাসেল মিয়া (৩৫) নামের এক ইলেট্রিশিয়ানের মৃত্যু হয়েছে। নিহত রাসেল উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের ছোটসোহাগী গ্রামের আব্দুল মাজেদের পুত্র। আজ সোমবার সকাল ৯টার দিকে উপজেলার বোয়ালিয়া ছোটসোহাগী এলাকায় এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, রাসেল একজন পেশাদার বিদ্যুৎ মিস্ত্রি। আজ সকাল ৯টার দিকে তিনি বোয়ালিয়া এলাকার আলতাফ হোসেন নামের এক ব্যক্তির বাড়ীর বিদ্যুৎ লাইনের বিভ্রাট সারানোর জন্য ৪৪০ কেবি লাইনের খুঁটিতে ওঠেন। এ সময় সেখানে ঝুলে পড়া একটি তারে বিদ্যুতায়িত হয়ে খুঁটিতেই আটকা পড়েন তিনি।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।বিদ্যুতায়িত হয়ে ইলেট্রিশিয়ানের মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছেন, গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামসুল আলম শাহ্।
বিডি প্রতিদিন/এএ