শিরোনাম
২৬ সেপ্টেম্বর, ২০২৩ ২১:৪৮

জামালপুরে হত্যা মামলার আসামি গ্রেফতার

জামালপুর প্রতিনিধি:

জামালপুরে হত্যা মামলার আসামি গ্রেফতার

জামালপুরের মেলান্দহ উপজেলার গৃহবধূ রিথি হত্যা মামলার প্রধান আসামি মো: আল মামুনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪। সোমবার পার্শ্ববর্তী শেরপুর জেলার জঙ্গলদী এলাকা থেকে আল মামুনকে গ্রেফতার করে র‌্যাব। 

মামলা ও র‌্যাব সূত্রে জানা যায়, জামালপুরের মেলান্দহ উপজেলার চরপলিশা এলাকার মো: রফিকুল ইসলামের নবম শ্রেণী পড়ুয়া মেয়ে মোছা: রিথির(১৫) সাথে একই এলাকার মো: আল মামুনের ছেলে মো: মাহমুদুল হাসান রাব্বির(২২) প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এক পর্যায়ে গত ৬ মাস আগে তারা দুজন বিয়ে করে। কিন্তু এই বিয়ে মাহমুদুল হাসান রাব্বির পরিবার মেনে নিতে পারেনি। তাই বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির লোকজন রিথিকে মানসিক ও শারীরিক নির্যাতন করে আসছিল। এরই ধারাবাহিকতায় গত ২০ সেপ্টেম্বর বিকালে শ্বশুর আল মামুন, স্বামী রাব্বিসহ শ্বশুরবাড়ির লোকজন রিথিকে অমানবিক নির্যাতন চালায়। ওইদিনই রিথির চাচা আবু তালেব চরপরিশা বাজারে বাজার করতে আসলে এক প্রতিবেশীর মাধ্যমে জানতে পারেন তার ভাতিজিকে শ্বশুরবাড়ির লোকজন নির্যাতন করছে। সংবাদ পেয়েই তিনি রিথির শ্বশুরবাড়িয়ে গিয়ে দেখেন তার ভাতিজির মৃতদেহ ঘরের মেঝেতে পড়ে রয়েছে এবং তার শ্বশুরবাড়ির লোকজন সবাই পলাতক। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে রিথির মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় রিথির বাবা মো: রফিকুল ইসলাম বাদী হয়ে মেলান্দহ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় রিথির শ্বশুর মো: আল মামুনকে প্রধান আসামি করা হয়। এ ঘটনায় জামালপুর র‌্যাব-১৪ এর কোম্পানী কমান্ডার স্কোয়াডন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে র‌্যাবের একটি অভিযাত্রিক দল রিথি হত্যা মামলার পলাতক প্রধান আসামি মো: আল মামুনকে সোমবার পার্শ্ববর্তী শেরপুর সদর উপজেলার জঙ্গলদী এলাকা থেকে আটক করে। 

মঙ্গলবার দুপুরে জামালপুর র‌্যাব-১৪ ক্যাম্পে সংবাদ সম্মেলন করে। পরে আটককৃত হত্যা মামলার আসামি আল-মামুনকে মেলান্দহ থানা পুলিশের কাছে হস্তান্তর করে র‌্যাব। 

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর