জামালপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে অসুস্থ, অসহায়, অসচ্ছল রোগীদের মাঝে চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের খেজুরতলায় স্থানীয় সংসদ সদস্যের বাসভবনে এই চেক বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরানের সভাপতিত্বে জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. মোজাফফর হোসেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ মুখলেছুর রহমান, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আকন্দ বাবু প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল স্তরের মানুষের উন্নয়নে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছেন। এরই অংশ হিসেবে প্রতিনিয়ত জামালপুরের অসহায়, অসচ্ছল ব্যক্তিদের আর্থিক অনুদান দেওয়া হচ্ছে। পরে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৪১ জন অসুস্থ, অসহায়, অসচ্ছল রোগীদের মাঝে মোট ১৮ লাখ ৮০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/এমআই