দিনাজপুরে পৃথকভাবে গোসলে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে গোসলে নেমে দিনাজপুরের চিরিরবন্দরের সাতনালা ইউপির খামার সাতনালা গ্রামের ঝাড়ুয়ার বিলের পানিতে মেহেদী হাসান এবং ফুলবাড়ীর শিবনগর ইউপির ঘাটপাড়ে ছোট যমুনা নদীর ত্রিমোহনী এলাকার পানিতে হাসমত হাসু ডুবে মারা যায়।
মৃত মেহেদী হাসান (১৫) উপজেলার নশরতপুর ইউনিয়নের নশরতপুর গ্রামের মাছুয়াপাড়ার মিজানুর রহমানের ছেলে এবং নশরতপুর পল্লী উন্নয়ন আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। অপরজন হাসমত হাসু (১২) ফুলবাড়ী পৌর এলাকার সুজাপুর গ্রামের হোটেল শ্রমিক আইনুল হোসেনের ছেলে এবং সুজাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।
পুলিশ ও এলাকাবাসী জানায়, মেহেদী হাসান তার কয়েকজন বন্ধু মিলে চিরিরবন্দরের ঝাড়ুয়া বিলে গোসল করতে নামে। গোসল শেষে তার বন্ধুরা বিল থেকে উপরে উঠে এলেও মেহেদী হাসান উঠে আসেনি। এসময় তার বন্ধুরাসহ স্থানীয় লোকজন ওই বিলের পানিতে মেহেদী হাসানের সন্ধান করতে থাকে। একপর্যায়ে তাকে বিলের পানির মধ্য থেকে তাকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে আসে। পরে তাকে নীলফামারীর সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। চিরিরবন্দর অফিসার ইনচার্জ (ওসি) মো. বজলুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
অপরদিকে, হাসমত হাসুর ভাবি শিরিন আক্তার জানান, ঘাটপাড় এলাকায় তাঁদের নতুন বাড়ি করা হয়েছে। স্কুল বন্ধ থাকায় হাসু নতুন বাড়িতে আসে। দুপুর ১২টার দিকে সমবয়সীদের সঙ্গে খেলা করছিল। একপর্যায়ে বাড়ির পাশে ছোট যমুনা নদীর ত্রিমোহনী এলাকায় গোসল করতে নামে। সাঁতার না জানায় সে পানিতে ডুবে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বিষয়টি নিশ্চিত করেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন