ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদকবিরোধী পৃথক অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৮ কেজি গাঁজাসহ ৩ পাচারকারীকে আটক করেছে পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন-উপজেলার উত্তর ইউনিয়নের রামধননগর গ্রামের আওলাদ হোসেন (৪৫), কাজী আকিব (২৫) ও উপজেলার দক্ষিণ ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামের ইসহাক ভূইয়া (২৫)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ গতকাল ভোরে রাধানগর গ্রামের আওলাদ হোসেনের বসতঘর থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করে। এসময় আওলাদ হোসেন ও কাজী আকিবকে আটক করে। অপরদিকে, সকাল ৯টার দিকে আখাউড়া গাজীর বাজার সড়ক থেকে ইসহাক ভূইয়াকে ৮ কেজি গাঁজাসহ আটক করা হয়।আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুল ইসলাম বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আখাউড়া থানায় মাদকের মামলা হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই