নোয়াখালীতে জাতীয়ভাবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক প্রথম যুব পুরস্কারপ্রাপ্ত জাকির হোসেনকে সংবর্ধনা ও ক্রেস্ট দিয়েছে নোয়াখালী জেলা প্রশাসন। এ উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার দুপুরে নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় জেলা প্রশাসক দেওয়ান মাহবুর রহমান তার হাতে পুরস্কার ও ক্রেস্ট তুলে দেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক নাজিমুল হায়দার (সার্বিক), নোয়াখালী প্লেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু নাছের মঞ্জু, যুগ্ম সাধারণ সম্পাদক আকবর হোসেন সোহাগ ও কোষাধ্যক্ষ আলাউদ্দিন শিবলুসহ অনেকে উপস্থিত ছিলেন।
জানা যায়, নোয়াখালী সদরে মৎস্য খামার, কৃষি খামার ও পোল্ট্রি খামারে অবদান রাখায় ও বেকার যুবকদের কর্মসংস্থান এর সুযোগ সৃষ্টির কারণে ২০২২ সালে জাতীয়ভাবে তাকে ১ম পুরস্কার দেওয়া হয়। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে এই পুরস্কার গ্রহণ করেন।
বিডি প্রতিদিন/এএ