২ নভেম্বর, ২০২৩ ২২:১১

বরগুনা মহাসড়কে পিকআপ ভ্যানে দুর্বৃত্তদের আগুন

বরগুনা প্রতিনিধি

বরগুনা মহাসড়কে পিকআপ ভ্যানে দুর্বৃত্তদের আগুন

প্রতীকী ছবি

বিএনপির ডাকা তিন দিনের অবরোধ কর্মসূচিরর শেষদিনে বরগুনা-বেতাগী মহাসড়কের বরগুনার গৌরিচন্না ইউনিয়নের সোনার বাংলা এলাকায় একটি পিকআপ ভ্যানে দুর্বৃত্তরা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে।

বৃহস্পতিবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা ২টার দিকে পিকআপ ভ্যানটি মালামাল নিয়ে বরগুনা যাচ্ছিল। সোনার বাংলা নামক স্থানে আসার পর মোটরসাইকেল নিয়ে ৭-৮ জন দুর্বৃত্ত এসে ইট ছুড়ে পিকআপ ভ্যানের গতিরোধ করে। এ সময় তারা চালককে গাড়ি থেকে নামিয়ে চড়-ঘুষি দেয়। আর কয়েকজন পিকআপের সামনের দরজা খুলে আগুন দিয়ে দ্রুত মোটরসাইকেল চালিয়ে পালিয়ে যায়।

বরগুনা জেলা আওয়ামী লীগ নেতা মশিউর রহমান শিহাব বাংলাদেশ প্রতিদিনকে বলেন, দেশব্যাপী বিএনপি -জামায়াতের পরিকল্পিত নাশকতার অংশ এটি। আইনশৃঙ্খলা বাহিনীর কাছে দাবি জানাব অগ্নিকাণ্ড নাশকতার তদন্ত করে আইনগত ব্যবস্থা নিতে। 

বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আমরা এ ঘটনাকে নাশকতা মনে করছি। অভিযোগ দায়েরর প্রক্রিয়া চলছে। তদন্তে জড়িতদের বের করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

পিকআপ ভ্যান চালক মনির জানায়, দু'জন শিক্ষার্থীর বাসা স্থানান্তরের মালামাল নিয়ে বরগুনা যাবার পথে সোনার বাংলা নামক স্থানে ৭-৮ জন দুর্বৃত্ত ইটপাটকেল ছুড়ে গতিরোধ করে। এ সময় আমাকে গাড়ি থেকে নামিয়ে মারধর করে গাড়ির সামনের সিটে আগুন লাগিয়ে দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে  আনে।

বিডি-প্রতিদিন/বাজিত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর