১৯ নভেম্বর, ২০২৩ ১৯:১৩

ফুলপুরে কেন্দ্র পরিদর্শন ও সচেতনতামূলক সভা

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

ফুলপুরে কেন্দ্র পরিদর্শন ও সচেতনতামূলক সভা

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহের ফুলপুরে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকাল ১২টার দিকে ফুলপুর থানা পুলিশের উদ্যোগে খরিয়াপাড়া দাখিল মাদরাসায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ইভটিজিং, বাল্যবিবাহ, যৌতুক, পারিবারিক সহিংসতা, সামাজিক যোগাযোগ মাধ্যমের সুফল-কুফল, গুজব, মাদকের কুফল, জাতীয় জরুরি সেবা ৯৯৯ সহ বিভিন্ন বিষয় নিয়ে সচেতনতামূলক আলোচনা ও বিট পুলিশিং কার্যক্রম অনুষ্ঠিত হয়। এছাড়া মাদরাসার ভোট কেন্দ্রসহ ২ নং রামভদ্রপুর ইউনিয়ন ও ৬ নং পয়ারী ইউনিয়নের ১৫টি ভোটকেন্দ্র পরিদর্শন করা হয়।

সচেতনতামূলক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলপুর থানার নতুন ওসি আবুল খায়ের সোহেল। এ সময় থানার সেকেন্ড অফিসার এসআই সুমন মিয়া, এএসআই  আলমগীর হোসেন, সহকারী বিট অফিসার, মাদ্রাসার সুপার মাওলানা সিরাজুল ইসলাম, সহ-সুপার মাওলানা তাফাজ্জল হোসেন, সহকারী শিক্ষক শাহজাহান কবির, মাওলানা মহসিন প্রমুখ উপস্থিত ছিলেন। 

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর