৫ ডিসেম্বর, ২০২৩ ১৭:০৮

গাইবান্ধায় বিশ্ব মৃত্তিকা দিবস উপলক্ষে র‌্যালি

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধায় বিশ্ব মৃত্তিকা দিবস উপলক্ষে র‌্যালি

বিশ্ব মৃত্তিকা দিবস উপলক্ষে গাইবান্ধায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটিতে এবারের প্রতিপাদ্য বিষয় ছিল ‘মাটি ও পানি জীবনের উৎস’।

মঙ্গলবার সকালে জেলা প্রশাসন ও মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) সুশান্ত কুমার মাহাতো, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনষ্টিটিউটের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা পার্থ কমল কুন্ড, উপজেলা কৃষি অফিসার ফাতেমা কাওসার মিশু, জেলা কৃষি ও বিপনন কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন প্রমুখ।

মাটির স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ অবদান রাখায় পলাশবাড়ি উপজেলা কৃষি কর্মকর্তা ফাতেমা কাওসার মিশুকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর