রংপুরে ২০ কেজি গাঁজাসহ বাবুল মিয়া (৩০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে গঙ্গাচড়া উপজেলার মহিপুর সেতুর কাছ থেকে তাকে গ্রেফতার করা হয়। বাবুল মিয়া কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার দক্ষিণরামখানা সরকারটারীর হানিফ আলীর ছেলে।
জানা গেছে, পুলিশ গঙ্গাচড়ার উপজেলার লক্ষীটারী ইউনিয়নের বিশেষ অভিযান চালায়। এ সময় সেতু সংলগ্ন নুর ইসলামের খাবার হোটেলের সামনে থাকা একটি পিকআপভ্যান তল্লাশি করে পুলিশ। ওই পিকআপভ্যানের ভেতরে ত্রিপল দ্বারা বস্তার ভেতর মোড়ানো ৪ প্যাকেটে মোট ২০ কেজি গাঁজা উদ্ধারসহ মাদক কারবারি বাবুল মিয়াকে গ্রেফতার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম বলেন, গাড়ির ড্রাইভার রহিম মিয়া পলাতক। এ ঘটনায় গঙ্গাচড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ