শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অপরাধে দলের ১২ জন নেতাকে বহিষ্কার করেছে ফরিদপুর জেলা শাখা বিএনপি।
রবিবার ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃতরা হলেন- বোয়ালমারী উপজেলা শাখার প্রচার সম্পাদক এস এম বাদশা মিয়া, স্বেচ্ছাসেবক সম্পাদক কামরুজ্জামান হাছান, সদস্য স্বপন ব্রম্ম, জিয়া পরিষদের সভাপতি জাফর মাষ্টার, কৃষি বিষয়ক সম্পাদক গোলাম কুদ্দুছ মোল্যা, বৈদেশিক বিষয়ক সম্পাদক ইমরান সালেহ প্রিন্স, উপজেলা শাখার সদস্য ও বোয়ালমারী ইউনিয়ন পরিষদের সভাপতি আতিয়ার রহমান; মধুখালী পৌর বিএনপির যুগ্ম সম্পাদক ওবায়দুর রহমান; আলফাডাঙ্গা পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম দাউদ ও মো. নজরুল ইসলাম, আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুস সালাম শেখ ও আলফাডাঙ্গা উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আবু সালেহ মুসা।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন