মুন্সীগঞ্জের শ্রীনগরে ট্রেনে কাটা পড়ে একজন নিহত হয়েছে। শনিবার সকালে শ্রীনগরে ঢাকা-মাওয়া-ভাঙ্গা রেলওয়ের পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের মাওয়া স্টেশন সংলগ্ন এলাকার কেউটচিরায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মো. আক্কাস শেখ (৫৫)। তিনি শ্রীনগর উপজেলার কামারখোলা গ্রামের ফিক শেখের ছেলে।
মাওয়া রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার সাইফুল ইসলাম জানান, সকাল ৮টা ৫৫ মিনিটের সময় ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছে, এমন একটি সংবাদ পেয়েছি।
বিডি প্রতিদিন/এমআই